ইংরেজি ভাষার সংখিপ্ত ইতিহাস//
ইংরেজি ভাষাটা বর্তমানে আমরা কম বেশি সবাই জানি, আর স্মার্টফোনের যুগে ইংরেজি জানাটাও খুব আবশ্যক হয়ে গেছে।
ইংরেজি ভাষা আবিষ্কারের ইতিহাস কে ভালোভাবে বোঝার জন্য ইতিহাসবিদরা এই ভাষাকে তিনটি ভাগে বিভক্ত করেছেন।
১. প্রাচীন ইংরেজি ভাষা।
২. মধ্য যুগের ইংরেজি ভাষা।
প্রাচীন ইংরেজি ভাষা।
আজ থেকে প্রায় ৫০০০ বছর আগে ইউরোপীয় দেশগুলোতে ইন্দো ইউরোপীয়ান ভাষার চল ছিল, এই ভাষায় ভারতের সংস্কৃত ভাষা, পারস্যের পারসী ভাষা, রোমের রোমান ভাষা, এই সমস্ত বিভিন্ন ভাষার মিশ্রণ ছিল। সময়ের সাথে সাথে ইউরোপের জনজাত্রী নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে, আর কয়েক হাজার বছর ধরে বিভিন্ন ভাষার উৎপত্তি হয়, আর এর মধ্যেই একটি প্রাচীন ভাষা ছিল জার্মান ভাষা, তবে সেসময় জার্মান ভাষাতেও দুটি ভাগ ছিল, একটি হলো উচ্চ জার্মান ভাষা, দ্বিতীয়টি হল নিম্ন জার্মান ভাষা, যারা উচ্চ জার্মান ভাষায় কথা বলতো তারা জার্মানিতেই থেকে যায়। কিন্তু যারা নিম্ন জার্মান ভাষায় কথা বলতো তারা দস্যুর মত ছিল, বিভিন্ন জায়গায় তারা লুটপাট চালাত, জায়গা দখল করে নিত এবং সেখানে থাকতে শুরু করতো, ৪৫০ খ্রিস্টাব্দের দিকে বৃটেনের কিছু দ্বীপে এই দস্যুরা আক্রমণ করে এবং সেখানে থাকতে শুরু করে, আর বৃটিনের প্রাচীন বাসিন্দাদের সেই সব এলাকা থেকে উঠিয়ে দেয়। এই জার্মান জাতির থেকেই প্রাচীন ইংরেজি ভাষার সৃষ্টি হয়।
পরবর্তী ২০০ থেকে ৩০০ বছর ধরে এই ভাষা পুরো বৃটেনে ছড়িয়ে পড়ে, আর যেহেতু প্রাচীন জার্মান ভাষা থেকে ইংরেজি ভাষার সৃষ্টি হয়েছে, তাই এখনও ইংরেজি ভাষার সাথে জার্মান ভাষার অনেক মিল পাওয়া যায়।
প্রাচীন ইংরেজি ভাষার সময়কাল ছিল ৪৫০ খ্রিস্টাব্দ থেকে প্রায় ১০৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত
মধ্য যুগের ইংরেজি ভাষা।
১০৬৬ সালের দিকে ফ্রান্সের নন্যদী অঞ্চলে যারা বসবাস করত, তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে আক্রমণ করে, এবং ইংল্যান্ড দখল করে নেয়। সেই সময় ইংল্যান্ডে ইংরেজি ভাষার সাথে সাথে ফরাসি ভাষার মিশ্রণ ঘটতে থাকে, আর প্রাচীন ইংরেজি ভাষা আরো পূর্ণতা পায়, এবং তখন এই ভাষাকে মধ্যযুগের ইংরেজি ভাষা বলা হতো।
মধ্যযুগের ইংরেজি ভাষার সময়কাল ছিল ১০৫০ খ্রিস্টাব্দ থেকে প্রায় ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
আধুনিক ইংরেজি ভাষা।
১৫০০ খ্রিস্টাব্দের দিকে ইংরেজি ভাষায় নতুন কিছু স্বরবর্ণ যোগ করা হয়, আর তখন থেকেই আধুনিক
ইংরেজি ভাষার চল শুরু হয়, যা আজও চলে আসছে।
আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ , আমাদের কোন ভুল আপনার নজরে পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ধন্যবাদ।
0 Comments