হিন্দিতে কিছু বাক্য(১০)/हिंदी में कुछ वाक्य

 পর্ব (১০) ৫০ টি বাক্য//

1. अति व्यस्तता = (অতি ভ্যাসতোতা) = খুবই ব্যস্ত ।

2. शुरू करें = (শুরু কারে) = এটা শুরু কর ।

3. यह थोड़ा मोटा है = (এ থোড়া মোটা হে) = এটা একটু মোটা ।

4. बिस्तर पर = (বিস্তার পাড়) = বিছানার উপর ।

5. यह अद्भुत था = (এ অদ্ভুত থা) = এটা অসাধারণ ছিল ।

6. मेज पर = (মেঝ পার) = টেবিলের উপর ।

7. कुछ तो बाकी है  (কুছ তো বাকি হে)= কিছু অবশিষ্ট আছে ।

8. यह भयानक था = (এ ভয়ানক থা) = এটা ভয়ানক ছিল ।

9. आग जलाएं = (আগ জালায়ে) = আগুনটি নিভিয়ে দাও ।

10. वह ऊपर है = (ওহ উপার হে) = তিনি উপরে আছেন ।

11. यह बुरा नहीं था = (এ বুরা নেহি থা) = এটা মন্দ ছিল না ।

12. वह नीचे है = (ওহ নিচে হে) = তিনি নিচে আছেন ।

13. यह एक सुनहरा अवसर है = (এ এক সুনেহরা আফসার হে) = এটা সুবর্ণ সুযোগ ।

14. वह चला गया = (ওহ চালা গায়া) = সে চলে গেছে ।

15. बिल्कुल नहीं = (বিলকুল নেহি) = অবশ্যই না ।

16. वह मर चुका है = (ওহ ভর চুকা হে) = সে মারা গেছে ।

17. मैं खुश हूँ = (মে খুস হু) = আমি আনন্দিত ।

18. मुझे लगता है = (মুঝে লাগতা হে) = আমার মনে হচ্ছে ।

19. मैं खुश हूँ = (মে খুস হু) = আমি আনন্দিত ।

20. मुझे याद = (মুঝে ইয়াদ হে) = আমার মনে আছে ।

21. बस एक मिनट = (বাস এক মিনিট = মাত্র এক মিনিট ।

22. मुझे यकीन नहीं है = (মুঝে একিন নেহি হে) = আমি নিশ্চিত নই ।

23. कुछ नहीं = (কুছ নেহি) = কিছুই না ।

24. और कुछ नहीं = (অর কুছ নেহি) = আর কিছু না ।

25. तुम बहुत बदल गए हो = (তুম বহত বদল গায়ে হো) = তুমি অনেক বদলে গেছো ।

26. मेरे लिए कुछ नहीं = (মেরে লিয়ে কুছ নেহি) = আমার জন্য কিছু না ।

27. लाइन में खड़े हो = (লাইন মে খারে হো) = সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও ।

28. गर्मी की छुट्टी = (গারমি কি ছুট্টি) = গ্রীষ্মকালীন ছুটি ।

29. इसे अपने पास रखो = (ইসে আপনে পাস রাখ) = তোমার কাছেই রেখে দাও ।

30. काफी नहीं = (কাফি নেহি) = পুরোপুরি না ।

31. मैंने इसे खो दिया = (ম্যায়নে ইসে খো দিয়া) = আমি ওটা হারিয়ে ফেলেছি ।

32. यह सार्वभौमिक है = (এ সার্বভৌমিক হে) = এটা সর্বজনীন ।

33. मैं उस पर विश्वास नहीं करता = (মে উসপার বিশ্বওয়াস নেহি কারতা) = আমি তাকে বিশ্বাস করিনা ।

34. ईमानदार रहना = (ঈমানদার রেহনা) = সত্যি বলতে ।

35. मैं भूल गया कि मैं क्या कहना चाहता था = (মে ভুল গায়া কে মে কেয়া কেহনা চাহ তা থা) = আমি কি বলতে চেয়েছিলাম ভুলে গেছি ।

36. ईमानदार आदमी = (ঈমানদার আদমি) = সৎ মানুষ ।

37. मुझे यह कहने पर मजबूर मत करो = (মুঝে এ ক্যাহনে পার মাজবুর মাত কারো) = আমাকে এটা বলতে বাধ্য করো না ।

38. वह एक ईमानदार आदमी हैं = (ওহ এক ঈমানদার আদমি হে) = তিনি একজন সৎ লোক ।

39. उन दिनों = (উন দিনো) = সেই দিনগুলো ।

40. वे सभी ईमानदार लोग हैं = (এ সবি ঈমানদার আদমি হে) = তারা সবাই সৎ লোক ।

41. मुझे वो दिन बहुत याद आते हैं = (মুঝে ও দিন বহত ইয়াদ আতে হে) = সেই দিনগুলি খুব মনে পড়ে আমার ।

42. बारिश हो रही है = (বারিশ হো রাহি হে) = বৃষ্টি হচ্ছে ।

43. मैं बस सोच रहा हूं = (মে বাস ছোচ রাহা হু) = আমি শুধু ভাবছি ।

44. सॉरी मत कहो = (সরি মাত কাহো) = দুঃখিত বলবে না ।

45. मैं टीवी देख रहा हूँ = (মে টিভি দেখ রাহা হু) = আমি টিভি দেখছি ।

46. वह सर्वोत्तम होगा = (এহ সর্বত্যম হোগা) = এটাই সবচেয়ে ভালো হবে ।

47. मैंने खाना बना लिया है = (ম্যায়নে খানা বানা লিয়া হে) = আমি রান্না করেছি ।

48. मेरे पास कोई विकल्प नहीं = (মেরে পাস কই বিকল্প নেহি) = আমার কাছে আর কোন উপায় নেই ।

49. कोई बात नहीं = (কই বাত নেহি) = কোন সমস্যা নেই ।

50. इसमें लगेगा = (ইসমে লাগে গা) = এটা লাগবে ।

আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ , আমাদের কোন ভুল আপনার নজরে পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

ধন্যবাদ।



Post a Comment

0 Comments