পর্ব (৯) ৫০ টি বাক্য//
1. मैं सेवानिवृत्त हूँ =(ম্যায় সেভানিভেট হু)= আমি অবসরপ্রাপ্ত ।
2. अंदर आएं = (আন্দার আয়ে) = ভিতরে আসো ।
3. मुझे परवाह नहीं है =(মুঝে পারওয়া নাহি হে)= আমি পাত্তা দেই না ।
4. मैं तलाकशुदा हूँ =(ম্যায় তালাকসুদা হু)= আমি তালাকপ্রাপ্ত ।
5. मुझे इसकी आवश्यकता नहीं है = (মুঝে ইসকি আবশ্যকতা নেহি হে) = আমার এটা লাগবেনা ।
6. मैं यहां काम करता हूं = (ম্যায় ইহা কাম কারতা হু) = আমি এখানে কাজ করি ।
7. हो गया = (হো গায়া) = হয়ে গেছে ।
8. मैं यह नहीं चाहता = (ম্যায় য়ে নেহি চাহতা) = আমি এটা চাই না ।
9. यह पिघल रहा है = (এ ভিগাল রাহা হে) = এটা গলে যাচ্ছে ।
10. मुझे भूख लगी है = (মুঝে ভুক লাগি হে) = আমার ক্ষুধা লেগেছে ।
11. मैं बेरोजगार हूं = (মে বেরোজগার হু) = আমি বেকার ।
12. यह किसी काम का नहीं = (এ কিসি কাম কা নেহি) = এটা অকেজ ।
13. मुझे पानी की प्यास लगी है = (মুঝে পানি কি পেয়াস লাগি হে) = আমার পানি পিপাসা লেগেছে ।
14. यह थोड़ा है = (এ থোড়া হে) = এটা সামান্য ।
15. यह स्वादिष्ट है = (এ সুয়াদিস্ট হে) = এটা সুস্বাদু ।
16. यह पतला है = (এ পাতলা হে) = এটা পাতলা ।
17. कुछ महीने पहले = (কুচ মাহিনে পেহলে) = কয়েক মাস আগে ।
18. वह एक स्वयंसेवक हैं = (ওহ এক স্বয়ামসেবকে হে) = সে একজন স্বেচ্ছাসেবক ।
19. यह मोटा है = (এ মোটা হে) = এটা মোটা ।
20. जल्द ही तुम्हें देखेंगे = (জলদহি তুমহে দেখেঙ্গে) = অতি শীঘ্রই আবার দেখা হবে ।
21. करीब चार बजे = (করিব চার বাজে) = চারটার দিকে ।
22. कल मिलते हैं = (কাল মিলতে হে) = পরশু দেখা হবে ।
23. अभी चार बजे हैं = (আমি চার বাজে হে) = এখন সময় চারটা বাজে ।
24. यहाँ से दूर = (ইহা ছে দূর) = এখান থেকে দূরে ।
25. आपसे अगले हफ्ते मिलते हैं = (আপছে আগলে হাঁফতে মিলতে হে) = আগামী সপ্তাহে দেখা হবে ।
26. साढ़ें चार बज गए हैं। = (সারে চার বাজ গায়ে হে) = সাড়ে চারটা বাজে ।
27. दिखावा मत करो = (দিখাওয়া মাত কারো) = ঢং করো না ।
28. यह बिल्कुल भी सही नहीं है = (এ বিলকুল ভি সহি নেহি হে) = এটা মোটেও ঠিক না ।
29. एक छाता लो = (এক ছাতা লো) = একটি ছাতা নাও ।
30. घमंड मत करो =(ঘামান্ড মাত কারো)= অহংকার করো না ।
31. इसे मत खाओ = (ইসে মাত খাও) = এটা খেওনা ।
32. थोडी सर्दी = (থড়ি সার্দি) = একটু ঠান্ডা ।
33. दरवाजा खाेलें =(দরওয়াজা খোলে)= দরজা খুলে দাও ।
34. दरवाज़ा बंद कर दो = (দারওয়াজা বান্ধ কারদো) = দরজা বন্ধ করে দাও ।
35. मैं कभी नहीं भूलूँगा =(মে কাভি নেহি ভুলুঙ্গা)= কখনোই ভুলবো না ।
36. मैं हर दिन वहां जाता हूं = (মে হার দিন উহা জাতা হু) = আমি প্রতিদিন ওখানে যাই ।
37. मैंने पहले से ही यह देखा = (ম্যায়নে পেহলে সেহি এ দেখা) = আমি ইতিমধ্যেই এটা দেখেছি ।
38. मुझे संदेह है = (মুঝে সান্দেহ হে) = আমার সন্দেহ আছে ।
39. इतना खराब भी नहीं =(ইতনা খারাপ ভি নেহি)= খারাপ না ।
40. कदापि अच्छा नहीं = (কাদাপি আচ্ছা নেহি) = কখনোই ভালো না ।
41. मैंने ऐसा कभी नहीं किया = (ম্যায়নে এয়সা কাভি নেহি কিয়া) = আমি তা কখনোই করিনি ।
42. मैं ठीक हूं = (মে ঠিক হু) = আমি ঠিক আছি ।
43. कोई आ रहा है = (কই আ রাহা হে) = কেউ আসছে ।
44. वास्तव में अच्छा = (বাস্তবমে আচ্ছা) = আসলেই ভালো ।
45. उसका दुरुपयोग मत करो = (উসকা দুরুপেওক মাত কারো) = তাকে গালি দিও না ।
46. यह असामान्य है =(এহ অসায়ামান্য হে)= এটা অস্বাভাবিক ।
47. वह एक महान व्यक्ति थे = (ও এক মহান ব্যাক্তি থে) = সে একজন মহান ব্যক্তি ছিলেন ।
48. इसे कैसे भी करें = (ইসে কেয়সে ভি কারে) = যেভাবেই হোক এটা করো ।
49. बहुत उत्पादक = (বহৎ উৎপাদক) = খুবই উৎপাদনশীল ।
50. इसे वैसे भी करना होगा = (ইছে এইসে ভি কারনা হোগা) = যেভাবেই হোক এটা করতে হবে ।
আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ , আমাদের কোন ভুল আপনার নজরে পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ধন্যবাদ।
0 Comments