Some questions in English(4)/ইংরেজিতে কিছু প্রশ্ন(৪)

 30 Question//

1. How is everything going = (হাউ ইজ এভরিথিং গোয়িং) = সবকিছু কেমন চলছে? ।

2. What's up = (হোয়াটস আপ) = কি খবর? ।

3. Are you at home now = (আর ইউ এট হোম নাউ) = তুমি কি এখন বাড়িতে আছো? ।

4. What did you eat this morning = (হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং) = আজ সকালে তুমি কি খেয়েছ? ।

5. How dare you say that = (হাউ ডেয়ার ইউ সে দ্যাট) = এটা বলার সাহস কি করে হলো তোমার? ।

6. How is your family = (হাউ ইজ ইউর ফ্যামিলী) = তোমার পরিবার কেমন আছে? ।

7. How about your work = (হাউ এবাউট ইউর ওয়ার্ক) = তোমার কাজ কেমন চলছে? ।

8. What's up these days = (হোয়াটস আপ দিস ডেইস) = আজকাল কি চলছে? ।

9. Is everything ok = (ইজ এভরিথিং ওকে) = সবকিছু কি ঠিক আছে? ।

10. How are you feeling now = (হাউ আর ইউ ফিলিং নাও) = তোমার এখন কেমন লাগছে? ।

11. What do you do in your free time = (হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম) = তুমি তোমার অবসর সময়ে কী কর? ।

12. Are you married = (আর ইউ ম্যারেড) = তুমি কি বিবাহিত? ।

13. What brings you here = (হোয়াট ব্রিংস ইউ হেয়ার) = তুমি এখানে কেন? ।

14. When will you go = (হোয়েন উইল ইউ গো) = তুমি কখন যাবে? ।

15. How is your health = (হাউ ইজ ইউর হেল্থ) = তোমার শারীরিক অবস্থা কেমন? ।

16. Do you want to go = (ডু ইউ ওয়ান্ট টু গো) = তুমি কি যেতে চাও? ।

17. Are you upset = (আর ইউ আপসেট) = তুমি কি হতাশ? ।

18. How long it will take you to come = (হাউ লং ইট উইল টেক ইউ টু কাম) = তোমার আসতে কতক্ষন লাগবে? ।

19. Whom to meet = (উম টু মিট) = কার সাথে দেখা করতে হবে? ।

20. What are you playing = (হোয়াট আর ইউ প্লেয়িং) = তুমি কী খেলছো? ।

21. What does it mean = (হট দাস ইট মিন) = এর মানে কী? ।

22. At what time you will come = (অ্যাট হোয়াট টাইম ইউ উইল কাম) = কোন সময়ে তুমি আসবে? ।

23. Do you like the food = (ডু ইউ লাইক দা ফুড) = আপনি কি খাবারটি পছন্দ করেছেন? ।

24. May I use your pen, please = (মে আই ইউস ইওর পেন প্লিজ) = দয়া করে আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? ।

25. What can I do for you = (হোয়াট ক্যান আই ডু ফর ইউ) = আমি আপনার জন্য কি করতে পারি? ।

26. What is the date today = (হোয়াট ইজ দা ডেট টুডে) = আজকে কত তারিখ? ।

27. What is the day today = (হোয়াট ইজ দা ডে টুডে) = আজকে কি বার? ।

28. What is there for breakfast = (হোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট) = সকালের নাস্তায় কি রয়েছে? ।

29. What is your intention = (হোয়াট ইজ ইওর ইনটেনশন) = আপনার উদ্দেশ্য কি? ।

30. What would you like to have = (হোয়াট উইল্ড ইউ লাইক টু হ্যাভ) = আপনি কি খাবার চান? ।

আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ , আমাদের কোন ভুল আপনার নজরে পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

ধন্যবাদ।



Post a Comment

0 Comments