কাপড়ের আরবি নাম – Dress name in Arabic

কাপড়ের আরবি নাম বাংলা উচ্চারণ এবং বাংলায় কাপড়ের নাম সহ

 1. فستان = (ফুস্তানুন) = পোশাক ।

2. قماش = (কুমাশুন) = বস্ত্র, কাপড় ।

3. قميص = (কামিসুন) = জামা, শার্ট ।

4. يلهث = (ইয়ালহাসু) = প্যান্ট ।

5. تي شيرت = (টি শার্ট) = গেঞ্জি, টি শার্ট ।

6. ثياب داخلية = (সিয়াবুন দাখিলিয়াতুন) = জাংগিয়া ।

7. قبعة = (কুব্বায়াতুন) = টুপি ।

8. خوذة = (খু’জাতুন) = শিরস্ত্রাণ ।

9. البنجابية = (আল বাঞ্জাবিয়াতু) = পাঞ্জাবি ।

10. ساري = (শাড়ি) = শাড়ি ।

11. أحذية = (আহজিয়াতুন) = জুতা ।

12. جوارب = (যাওয়ারিবু) = মুজা ।

13. الفانيلا = (আফ্লানিলা) = পশমী কাপড় ।

14. هسه = (হাস্সুহু) = পাটের কাপড় ।

15. نسيج قطن = (নাসিযু কুতানান) = সূতি কাপড় ।

16. معطف = (মা’তাফুন) = কোট ।

17. عمامة = (ইমা মাতুন) = পাগড়ী ।

18. ثوب نسائي = (ছাউবুন নিছাইয়ুন) = সায়া ।

19. ربطة عنق = (রব্তাতু উনুকূন) = গলা বন্ধনী ।

20. قفازات = (কুফ্ফাজাতুন) = দস্তানা ।

কাপড়ের আরবি নাম

21. حزام = (হিঝামুন) = কোমর বন্ধ ।

22. منشفة = (মিনশাফাতুন) = তোয়ালে ।

23. قماش حرير = (কুমাসু হারিরান) = রেশমী কাপড় ।

24. لونجي = (লুঙ্গি) = লুঙ্গি ।

25. منديل = (মিন্দিলুন) = রুমাল ।

26. بلوزة = (ব্লাউজাতান) = ব্লাউজ ।

27. فاس = (ফাস) = মুসলিম টুপি ।

28. حمالة = (হিমালাতু) = ব্রা, বক্ষবন্ধনি ।

29. قبعة = (কুব্বায়াতুন) = সাহেবি টুপি ।

30. منديل = (মিন্দিলুন) = গামছা ।

31. وشاح = (অসাহুন) = ওড়না ।

32. حجاب = (হিজাবুন) = ঘোমটা ।

33. كم = (কামি) = জামার হাতা ।

34. دوتي = (ধুতি) = ধুতি ।

35. السترة = (আছ সূত্রাতু) = জ্যাকেট ।

36. ثوب = (ছাউবুন) = গাউন ।

37. فستان = (ফুচতানুন) = ফ্রক ।

38. كاتم صوت = (কাতিমু সাউতান) = গলা বন্ধ ।

39. جيبة = (জিবাতুন) = আচল ।

40. بانيان = (বানিয়ান) = ফতুয়া ।

কাপড়ের আরবি নাম

41. المؤخرات = (আল মুআখ্খারাতু) = ফুল প্যান্ট ।

42. قناع = (কিনাউন) = মুখোশ ।

43. حذاء طويل = (কিজাউন তওয়েলুন) = বুট জুতা ।

44. النعال = (আন্নি আলু) = চটি জুতা ।

45. باطل = (বাতিলুন) = জুতার ফিতা ।

46. زر = (ঝিরুন) = বোতাম ।

47. بطانية = (বাত্তানিয়াতুন) = কম্বল ।

48. قفازات = (কুফ্ফাজাতুন) = হাতমোজা ।

49. سترة = (ছুতরাতু) = গরম জামা ।

50. ربط الحذاء = (রব্তুল হিজাই) = ফিতা ।

51. عباءة = (আবাআতুন) = চাদর ।

52. بانتالون = (বান্তালুন) = পাজামা ।

53. جيب = (যাইবু) = পকেট ।

54. معطف المطر = (মা’তাফুল মাতারি) = রেইন কোট ।

55. شال = (সালুন) = সাল ।

কাপড়ের আরবি নাম

56. إسورة = (ইসয়ারাতুন) = বালা ।

57. جرس = (যারাসুন) = আংটি ।

58. بينجل = (বেঙ্গল) = চুড়ি ।

59. مدلاة الرأس = (মুদালাতুর রা’ছি) = টিকলি ।

60. مسمار الأذن = (মিছমারুল উজুনি) = কানের দুল ।

61. سلسلة = (ছিলছিলাতুন) = গলার হার ।

আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ , আমাদের কোন ভুল আপনার নজরে পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

ধন্যবাদ।

আরবি ৭ দিনের নাম

আরবি ১২ মাসের নাম 

আরবিতে অঙ্গ প্রত্যঙ্গের নাম

আরবিতে রং এর নাম

আরবিতে খাবারের নাম

আরবিতে আত্মীয় স্বজনদের নাম 

আরবি বর্ণমালা 

আরবিতে পাখির নাম

আরবি রাষ্ট্র

কাপড়ের আরবি নাম
কাপড়ের আরবি নাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top