ইতালিতে এখন কয়টা বাজে জেনে নিন খুব সহজে
আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন ইতালিতে এখন কয়টা বাজে
আমাদের ওয়েবসাইটটি যেহেতু ভাষা শিক্ষার উপরে ভিত্তি করে বানানো হয়েছে তাই আমরা, নিচে ইতালিয়ান ভাষার 10 টি বাক্য, যে বাক্যগুলি সময়ের সাথে সম্পর্কিত, সাথে বাংলা উচ্চারণ এবং বাংলায় অর্থসহ উল্লেখ করা হলো।
1. Non so come dire la parola = (নন সো কোমে দীরে লা পারোলা) = কথাটা কিভাবে বলব আমি জানিনা ।
2. È giusto = (এ জুস্তো) = এটা ঠিক ।
3. Sono andato / Sono andata = (সোনো আন্দাতো / সোনো আন্দাতা) = আমি গিয়েছিলাম ।
4. Sparisci dalla mia vista = (স্পারিশ্চি দাল্লা মিয়া ভিস্তা) = আমার চোখের সামনে থেকে সর ।
5. Sono uscito / Sono uscita = (সোনো উশিতো / সোনো উশিতা) = আমি বাইরে গিয়েছিলাম ।
6. È per te = (এ পের তে) = এটা তোমার জন্য ।
7. Quando avevo cinque anni = (কুয়ান্দো আভেভো চিঙ্কুয়ে আন্নি) = যখন আমার বয়স পাঁচ বছর ছিল ।
8. Questo è per te = (কুয়েস্তো এ পের তে) = এটা তোমার জন্য ।
9. Scusa per l’errore = (স্কুজা পের লেররোরে) = ভুলের জন্য দুঃখিত ।
10. È il massimo = (এ ইল মাস্সিমো) = এটা সর্বোচ্চ ।
11. Non siamo in una buona posizione = (নন সিয়ামো ইন উনা বুয়োনা পোজিচিওনে) = আমরা ভালো অবস্থানে নেই ।
12. Questo è il minimo = (কুয়েস্তো এ ইল মিনিমো) = এটা সর্বনিম্ন ।
13. È molto morbido = (এ মোলতো মোর্বিদো) = এটা খুবই নরম ।
14. Si sta gelando = (সি স্তা জেলান্দো) = এটা জমে যাচ্ছে ।
15. Non disturbarmi più = (নন দিস্তুরবারমি পিউ) = আমাকে আর বিরক্ত করবে না ।
16. È molto ventoso = (এ মোলতো ভেন্তোযো) = খুব বাতাস বইছে ।
17. Non fare del male a nessuno = (নন ফারে দেল মালে আ নেস্সুনো) = কাউকে কষ্ট দিও না ।
18. Qui è molto ventoso = (কুই এ মোলতো ভেন্তোযো) = এখানে অনেক বাতাস ।
19. Spegnilo = (স্পেনইলো) = বন্ধ কর ।
20. È un coltello = (এ উন কোলতেল্লো) = এটা ছুরি ।
21. Una volta a settimana = (উনা ভোলতা আ সেত্তিমান্না) = সপ্তাহে একবার ।
22. È bellissimo = (এ বেল্লিস্সিমো) = ওটা সুন্দর ।
23. Nessuno è perfetto = (নেস্সুনো এ পেরফেত্তো) = কেউই নিখুঁত নয় ।
24. Molto affilato = (মোলতো আফফিলাতো) = খুবই ধারালো।
25. Oggi sono libero/a = (অজজি সোনো লিবেরো/লিবেরা) = আমি আজ ফ্রি আছি ।
26. Con piacere = (কোন পিয়াচেরে) = আনন্দের সাথে ।
27. Entro questa settimana = (এন্ত্রো কুয়েস্তা সেত্তিমান্না) = এই সপ্তাহের মধ্যে ।
28. Lettera di assunzione = (লেত্তেরা দি আসসুন্জিওনে) = নিয়োগ পত্র ।
29. Entro un minuto = (এন্ত্রো উন মিনিটো) = এক মিনিটের মধ্যে ।
30. È ispirante = (এ ইস্পিরান্তে) = এটা অনুপ্রেরণা দায়ক ।
31. Puoi prenderlo = (পুয়োই প্রেনদেরলো) = এটা নিতে পারো।
32. Non sto bene = (নন স্তো বেনে) = আমি ভালো নেই ।
33. Torna = (তোর্না) = তুমি ফিরে এসো ।
34. Ricorda le mie parole = (রিকোর্দা লে মিয়ে পারোলে) = আমার কথা লিখে রাখো ।
35. Sono arrivato/a = (সোনো আররিভাতো/আররিভাতা) = আমি পৌঁছে গেছি ।
36. Fallo con attenzione = (ফাল্লো কন আতেনৎসিয়োনে) = এটা সাবধানে কর।
37. Buona vita = (বুয়োনা ভিতা) = তুমি সুখী হও।
38. Voglio vederti = (ভোল্লিও ভেদেরতি) = আমি তোমাকে দেখতে চাই।
39. Mi scusi = (মি স্কুজি) = শুনছো আমাকে।
40. Credo che tu possa farlo = (ক্রেদো কে তু পস্সা ফারলো) = আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে।
41. E ho bisogno che tu ci creda anche tu = (এ ও বিজোনো কে তু চি ক্রেদা আঁকে তু) = এবং তোমার এটি বিশ্বাস করাও আমার খুব দরকার।
42. Indietro = (ইন্দিয়েত্রো) = ফিরে যাও।
43. Se hai mai bisogno di parlare = (সে আই মাই বিজোনো দি পারলারে) = তোমার যদি কখনও কিছু বলার দরকার পড়ে।
44. Sono sempre qui = (সোনো সেমপ্রে কুই) = আমি সবসময় এখানে আছি।
45. Mi sei mancato ieri = (মি সেই মানকাতো ইএরি) = আমি গতকাল তোমাকে সত্যিই মিস করেছি।
46. Sta parlando di sé stesso = (স্তা পারলান্দো দি সে স্তেস্সো) = সে তার নিজের সম্পর্কে আমাকে বলছে।
47. Come vuoi = (কোমে ভুয়ি) = তোমার যা ইচ্ছা।
48. È stata una giornata meravigliosa = (এ স্তাতা উনা জর্নাতা মেরাভিলিওসা) = এটি একটি দুর্দান্ত দিন ছিল।
49. Mi dispiace di averti fatto piangere = (মি ডিসপিয়াচে দি আভেরতি ফাত্তো পিয়াঞ্জেরে) = আমি দুঃখিত, যে আমি তোমাকে কাঁদিয়েছি।
50. È bello sentirlo = (এ বেল্লো সেনতিরলো) = এটা শুনে খুব ভালো লাগলো।
ইতালিতে এখন কয়টা বাজে
অন্যান্য পোস্ট গুলো |
ইংরেজি ৭ দিনের নাম |
আরবি ১২ মাসের নাম |
আমেরিকা এখন কয়টা বাজে |
সৌদি আরবে এখন কয়টা বাজে |
ইতালিয়ান ভাষা |
ইতালিতে এখন কয়টা বাজে ইতালিতে এখন কয়টা বাজে
আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ , আমাদের কোন ভুল আপনার নজরে পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ধন্যবাদ।
