গরুর খামারের ইনকামের রিপোর্ট হিসেবে আমরা জানতে পারবো গাভী থেকে কত কেজি দুধ বিক্রি করতে পারলাম কত কেজি খেয়ে ফেললাম এবং সর্বশেষ এক বছর পরে কয়টি বছর ঘরে রাখতে পারলাম রিপোর্ট শুরু করা হলো, আমার মোট দুইটি গাভী প্রথমটির নাম বাল্যু, দ্বিতীয়টির নাম বাঘিরা, বাল্যুর বকনা বাসুরের নাম বালা আর বাঘিরার বকনা বাছুরের নাম নালা।
10/09/2025 বাল্যু আজকে দুধ দিয়েছে 1.5 কেচি, বাঘিরা আজকে দুধ দেয়নি বাছুর খেয়ে ফেলেছে, মোট 1.5 কেজি। আধা কেজি আমাদের খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে, আর এক কেজি মেজ ফুফুকে ফ্রি দেওয়া হয়েছে।
11/09/24 দুইটি গরু মিলে আজকে দুধ হয়েছে 3.5 কেজি তিন কেজি বিক্রি করার জন্য রেখেছি আর 0.5 কেজি খাওয়ার জন্য রেখেছি।