৩ টি গরুর জন্য ঘর তৈরি করতে খরচের হিসাব

আজকে আমি আপনাদেরকে ৩ টি গরুর জন্য ঘর তৈরি করতে খরচের হিসাব দিবো। ঘরটি আমি তৈরি করেছি আর এটি তৈরি করতে আমার যা খরচ হয়েছে তাই আপনাদের সামনে উল্লেখ করবো।

কাট + টিন + ভারা + জিনারি + পেরাক = ৮৩০০ টাকা।

মিস্ত্রিদের দিতে হয়েছে ১০০০ টাকা।

১৫০ পিস ইট ২১০০ টাকা।

১ বস্তা সিমেন্ট + ৫ বস্তা বালু = ৭৫০ টাকা।

মোট খরচ হলো ১২১৫০ টাকা।

আগে একটু ঘরের বর্ণনা দিয়ে নেই তাতে করে খরচের হিসাবটা বুঝতে সহজ হবে । ঘরটি ১১ ফিট চওড়া এবং ৯ ফিট লম্বা ফ্লোরে ইট দিয়ে সামান্য বালি সিমেন্ট দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। চারপাশে খালি রাখা হয়েছে টিন অথবা নেট কোন কিছুই দেওয়া হয়নি এটা করা হয়েছে শুধু বাতাস সঠিকভাবে পাওয়ার জন্য। যেহেতু আমার ঘরের খুব কাছেই গরুঘরটি তাই চুরি হওয়ার ভয় আমার নাই যার কারণে চারপাশে বেড়া না দেওয়ায় আমার বড় কোন অসুবিধা হচ্ছে না। বরংচ উপকারী হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top