জার্মানি এখন কয়টা বাজে
আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন ধ্যমে জার্মানি এখন কয়টা বাজে
আমাদের ওয়েবসাইটটি যেহেতু ভাষা শিক্ষার উপরে ভিত্তি করে বানানো হয়েছে তাই আমরা, নিচে জার্মানি ভাষার ৫০ টি বাক্য, যে বাক্যগুলি সময়ের সাথে সম্পর্কিত, সাথে বাংলা উচ্চারণ এবং বাংলায় অর্থসহ উল্লেখ করা হলো।
1. Du hast angefangen = (ডু হাস্ট আনগেফাংগেন) = তুমি শুরু করো ।
2. Lass uns Kaffee trinken = (লাস উন্স কাফি ট্রিংকেন) = চলো কফি খাই ।
3. Es ist wertvoll = (এস ইস্ট ভের্টফল) = এটা মূল্যবান ।
4. Putze deine Zähne = (পুটসে ডাইন জেনে) = দাঁত মাজ।
5. Komm her und setz dich = (কোম হের উন্ড জেটস ডিখ) = এখানে এসে বসো ।
6. Etwas billiger = (এটভাস বিলিগার) = একটু কম দামি ।
7. Ich bin sprachlos = (ইখ বিন স্প্রাখলোস) = আমি বাকরুদ্ধ।
8. Geh und triff ihn/sie = (গেহ উন্ড ট্রিফ ইন/জি) = যাও দেখা কর ।
9. Das teuerste = (ডাস টয়্যারস্টে) = সবচেয়ে দামি ।
10. Ich höre zu = (ইখ হ্যোরে টসু) = আমি শুনছি ।
11. Geh weg von mir = (গেহ ভেগ ফন মির) = আমার থেকে দূরে থাকো ।
12. Lass es ruhen = (লাস এস রুহেন) = এটাকে বিশ্রাম দাও ।
13. Du bist dran = (ডু বিস্ট ড্রান) = তোমার চাল ।
14. Nicht zu viel Schaden = (নিখট টসু ফিল শাডেন) = তেমন কোন ক্ষতি হয়নি ।
15. Finde die Lösung = (ফিন্ডে ডি লেজুং) = সমাধান খুঁজে বের করো ।
16. Ich bin nicht reich = (ইখ বিন নিখট রাইখ) = আমি ধনী নই ।
17. Nimm morgen frei = (নিম মরগেন ফ্রাই) = আগামীকাল ছুটি নাও ।
18. Geh schnell nach Hause = (গেহ শ্নেল নাখ হাউজে) = তাড়াতাড়ি বাড়ি যাও ।
19. Es macht mir nichts aus = (এস মাখট মির নিখটস আউস) = আমার আপত্তি নেই ।
20. Binde deine Haare = (বিন্ডে ডাইন হারে) = চুল বেঁধে নাও।
21. Sprich deutlicher = (শ্প্রিখ ডয়টলিখার) = আরো স্পষ্ট করে বল ।
22. Lass es nicht los = (লাস এস নিখট লোস) = যেতে দিও না ।
23. Benehm dich nicht schlecht = (বেনেম ডিখ নিখট শ্লেখট) = খারাপ ব্যবহার করো না ।
24. Sprich lauter = (শ্প্রিখ লাউটার) = আরো জোরে বলো ।
25. Glaub es nicht = (গ্লাউব এস নিখট) = বিশ্বাস করো না ।
26. Komm und repariere es = (কোম উন্ড রেপারিয়ারে এস) = এসো এটা ঠিক করি ।
27. Sei positiv = (জাই পজিটিভ) = ইতিবাচক হও ।
28. An dem Tag, den du willst = (আন ডেম টাগ, ডেন ডু ভিলস্ট) = তোমার যেদিন ইচ্ছে ।
29. Nicht so viel = (নিখট জো ফিল) = এতটা না ।
30. Es ist jetzt vorbei = (এস ইস্ট জেটস ফরবাই) = এটা এখন শেষ ।
31. Er wird definitiv kommen = (এর ভির্ট ডেফিনিটিভ কোমেন) = সে অবশ্যই আসবে ।
32. Korrigiere es = (কোরিগিয়ারে এস) = এটা সংশোধন করো।
33. Alles ist vorbei = (আলেস ইস্ট ফরবাই) = সব শেষ ।
34. Du musst kommen = (ডু মুস্ট কোমেন) = তোমাকে আসতেই হবে ।
35. Streitet euch nicht = (শ্ট্রাইটেট ওয়িখ নিখট) = মারামারি করো না ।
36. Das Telefon klingelt = (ডাস টেলিফোন ক্লিংগেল্ট) = ফোন বাজছে ।
37. Ein paar Tage später = (আইন পার টাগে শ্প্যাটার) = কিছুদিন পরে ।
38. Keine Panik = (কাইন প্যানিক) = আতঙ্কিত হবে না ।
39. Heb es auf = (হেব এস আউফ) = উঠাও ।
40. Weck mich um vier Uhr morgens = (ভেক মিখ উম ফির উর মরগেন্স) = ভোর চারটায় আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও ।
41. Steh nicht einfach rum = (স্টে নিখট আইনফাখ রুম) = দাঁড়িয়ে থেকো না ।
42. Misch den Zucker = (মিশ ডেন টসুকার) = চিনি মিশাও।
43. Sag ihm, er soll mich anrufen = (জাগ ইম, এর জোল মিখ আনরুফেন) = তাকে বলো আমাকে ফোন করতে ।
44. Erinnere dich an mich = (এরিনারে ডিখ আন মিখ) = আমাকে মনে রেখো ।
45. Er nickte = (এর নিক্টে) = সে মাথা নাড়লো ।
46. Ich bin noch da = (ইখ বিন নখ ডা) = ওখানেই আছি ।
47. Begrüß ihn = (বেগ্রুস ইন) = তাকে শুভেচ্ছা জানাও ।
48. Meine Uhr geht nicht = (মাইন উর গেট নিখট) = আমার ঘড়ি চলছে না ।
49. Er ist nicht hier = (এর ইস্ট নিখট হির) = সে এখানে নেই।
50. *Komm näher = (কোম নেহার) = আরো কাছে যাও ।
জার্মানি এখন কয়টা বাজে
জার্মানি এখন কয়টা বাজে জার্মানি এখন কয়টা বাজে
আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ , আমাদের কোন ভুল আপনার নজরে পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ধন্যবাদ।
